উলুবেড়িয়া: ক্লাসে ছাত্রকে শাসন করায় বিদ্যালয়ের স্টাফ রুমে ঢুকে শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক অভিভাবক ও তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে, সোমবার শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠে।
শিক্ষকদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষককে মারধরের সময় সহ শিক্ষকরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যে শ্যামপুর থানার পুলিশ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে আজ ইডি দফতরে হাজির দেবেন নুসরত?
জানা গিয়েছে, সোমবার সকালে বিদ্যালয়ের দশম শ্রেণীর ইংরেজি ক্লাস চলছিল। ক্লাস নিচ্ছিলেন শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রের খবর, ক্লাস চলাকালীন পিছনের বেঞ্চে বসে থাকা এক ছাত্র অমনযোগী থাকায় প্রসেনজিৎ বিশ্বাস তাঁকে বকাঝকা করেন। শিক্ষক জানিয়েছেন, ছাত্রকে ওঠবস করার নির্দেশ দেন ওই শিক্ষকই। যদিও ওই ছাত্র শিক্ষকের নির্দেশ অমান্য করে বসে থাকে বেঞ্চে। সূত্রের খবর এরপর ওই শিক্ষক ছাত্রের কানমুলে দিলে সেই ছাত্র বেঞ্চ থেকে এসে ওঠবস করে।
অভিযোগ, এরপর ক্লাস শেষে শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর ওই ছাত্র স্কুলের বাইরে বেরিয়ে তার অভিভাবকে বিষয়টি জানায়। অভিযোগ, এরপরেই ওই ছাত্রের অভিভাবক দলবল নিয়ে এসে বিদ্যালয়ে শিক্ষকের উপর চড়াও হয়ে তাকে ব্যাপক মারধর করে। স্টাফ রুমে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে শিক্ষককে মারধরের ঘটনা ধরা পড়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে সমাজের সর্বস্তরের মানুষ।