কলকাতা টিভি ওয়েব ডেস্ক : চোদ্দ রাউন্ডের শেষে ১ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে গোসাবার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল। মোট ১৬ রাউন্ড গণনা। ফলে, এখনও বাকি রয়েছে ২ রাউন্ড।
এখনই তৃণমূল কংগ্রেস প্রার্থী ১ লক্ষ ২৪ হাজার ২৪৯ তবে, যত গণনা এগোচ্ছে বিরোধী প্রার্থীর সঙ্গে ক্রমেই বেড়ে চলেছে প্রাপ্ত ভোটের ব্যবধান।
ফলে, ক্রমশ বাড়ছে কর্মী সমর্থকদের উচ্ছাস। শুরু হয়েছে আবির খেলা এবং মিষ্টিমুখ।
গোসাবায় তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস
গোসাবায় ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছিলেন জয়ন্ত নস্কর। জয়ীও হয়েছিলেন নির্বাচনে। তবে, করোনা আক্রান্ত হয়ে ওই প্রবীণ নেতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান গোসাবার প্রার্থী হবেন সুব্রত মণ্ডল। অন্যদিকে, বিজেপির তরফে প্রার্থী হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পলাশ রানার।
মঙ্গলবার নির্বাচনের ফলাফল অনুযায়ী, তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ১৪১২২৬। বিজেপি প্রার্থী ১৭০১৩ ভোট পেয়েছেন। এবং আরএসপি প্রার্থী পেয়েছেন ২৮১০ ভোট।