কলকাতা টিভির উদ্যোগে এক বালিকাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হল। হাওড়ার লিলুয়া থানার ঘটনা। শনিবার সকাল ন’টা নাগাদ, হাওড়ার লিলুয়া থানার চামরাইল দাসপাড়া অঞ্চলে এক বালিকাকে ইতস্তত ঘুরে বেড়াতে দেখা যায়। বছর ১১-র ওই বালিকাকে দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। এরপর এগিয়ে আসেন এলাকার মহিলারা। তাকে ধরে এলাকার মহিলারা খোঁজ নিতে শুরু করলে, অসংলগ্ন কথা বলতে শুরু করে ওই বালিকা। সে কে বা কোথা থেকে এসেছে বারবার জানতে হওয়া হয়। সে একবার বলে সালকিয়ায় থাকে, আর একবার বলে হাইরোডের ধারে থাকে। বহুবার জিজ্ঞাসা করলে সে বলে বাবা তাকে ছেড়ে দিয়ে গেছে!
ব্যাপারটি নজরে আসে কলকাতা টিভির সাংবাদিকের। তিনি ওই বালিকাকে এসম্পর্কে জানতে চাইলে সে বলে, তার বাবা মারধর করে বলে পঞ্চম শ্রেণীর ওই বালিকা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। এরপর কলকাতা টিভির উদ্যোগে লিলুয়া জগদীশপুর ফাঁড়িতে ফোন করা হয়। বিষয়টি সম্পর্কে জানানো হয় তাঁদের। বালিকাটিকে উদ্ধার করে লিলুয়া জগদীশপুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
অনেক চেষ্টার পর বালিকা তার বাবার নাম বললেও, বাড়ির ঠিকানা অথবা ফোন নম্বর এখনও জানতে পারেনি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে বালিকাটিকে দায়িত্ব নিয়ে নিরাপদে পুলিশের হাতে তুলে দেওয়ায়, কলকাতা টিভি কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।