ঝাড়গ্রাম: বর্ষশেষে সরগরম অরণ্যসুন্দরী জঙ্গলমহল। শহুরে কাজের চাপ থেকে হাঁফ ছাড়তে নিঃশব্দ প্রকৃতির বুকে আশ্রয় খুঁজছেন অনেকেই। ডিসেম্বর শেষে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পর্যটকদের ভিড়। সেই পর্যটন কেন্দ্রগুলির মধ্যে রয়েছে বেলপাহাড়ির ঘাগড়া জলপ্রপাত। যে জলপ্রপাতের একটি অংশ অচেনা লোকের পক্ষে খুবই বিপজ্জনক। সাধারণের দাবি ছিল, যাতে ওই অংশটি ঘিরে রাখা হয়। পর্যটন মরশুমে সেই দাবি মতোই ব্যবস্থা নিল প্রশাসন। স্থানীয় পঞ্চায়েতের সাহায্য নিয়ে ঘিরে দেওয়া হয়েছে জলপ্রপাতের বিপজ্জনক অংশটি। এছাড়াও ওই পর্যটনকেন্দ্রে ঘুরতে যাওয়া পর্যটকদের সতর্ক করছে প্রশাসন।
গত বছর ওই পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে জলপ্রপাতে তলিয়ে মৃত্যু হয় আট বছরের এক শিশুর। এবার উৎসবের মরশুমে দুর্ঘটনা এড়াতে ঘিরে দেওয়া হল ওই জলপ্রপাত।
আরও পড়ুন: Ranaghat: রানাঘাট স্টেশনে ৩ ঘণ্টা অবরোধ, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা
গত অগস্টে ঘাগড়া জলপ্রপাতে বাবা মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল বারুইপুরের আট বছরের এক শিশু। জলের স্রোত ভাসিয়ে নিয়ে যায় ওই শিশুটিকে। জলে ঝাঁপ দিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সেই সময় থেকেই দাবি ওঠে ওই জলপ্রপাতের দুর্ঘটনাপ্রবণ অংশটিকে ঘিরে দেওয়ার।
বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা জানান, ঘাগড়া জলপ্রপাতে বহু পর্যটক আসছেন বিভিন্ন জায়গা থেকে। তাই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য ঘাগড়ার দুর্ঘটনাপ্রবণ অংশকে ঘিরে দেওয়া হয়েছে। রয়েছেন পুলিস কর্মীরা।