মুর্শিদাবাদ: জলস্তর কমতেই ফের গঙ্গা ভাঙন (Ganges erosion)শুরু মুর্শিদাবাদে। ফরাক্কা ব্লকের সহেদআলিপাড়া ও খাসপাড়া এলাকায় ইতিমধ্যেই ভাঙন শুরু হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে প্রায় কয়েকশো মিটার ফসলের জমি গঙ্গাবক্ষে তলিয়ে গিয়েছে। আতঙ্কের মধ্যে দিন কাটছে ফরাক্কার দুই গ্রামীণ এলাকার বাসিন্দাদের (Murshidabad)। গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে আরও কয়েকটি বাড়ির (Destroy)। শীতের শুরুতেই ভাঙনের প্রকোপে রীতিমত উদ্বিগ্ন গ্রামবাসীরা।
কুলিডিয়ারচর হোসেনপুরচরের গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ কমিটির সদস্য আসিফ ইকবাল জানান, শনিবার সকাল থেকে যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে তাতে সহেদআলিপাড়া ও খাসপাড়া এই দুই গ্রামের অবস্থা খুব খারাপ। কয়েকশো পরিবার আতঙ্কের মধ্যে দিন গুজরান করছেন। প্রশাসন তৎপর হয়ে এগিয়ে না গেলে কোনও ভাবেই বছরকার এই ভাঙন রোখা সম্ভব নয় বলে স্থানীয়দের অভিযোগ।
আরও পড়ুন : নদীর পাড়ে কুমির, গঙ্গাস্নান বন্ধ এলাবাসীর
কয়েক কোটি টাকা গঙ্গা ভাঙ্গন খাতে ব্যবহৃত হলেও আরও দেড় কিলোমিটার গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ না করা হলে এই দুই গ্রাম তলিয়ে যাবে গঙ্গাবক্ষে। ইতিমধ্যেই ফরাক্কা ব্লকের প্রশাসন ও সেচ দফতরের মন্ত্রীকে গঙ্গাভাঙনের বিষয় নিয়ে জানানো হয়েছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে ভাঙন রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।