জ্বালানীর মূল্যবৃদ্ধির কারণে নাভিশ্বাস সাধারণ মানুষ, কৃষক থেকে সমাজের প্রতিটি স্তরের মানুষই। আর এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে শাসকদল তৃণমূলের নেতৃত্বে রাজ্যের প্রতিটি ব্লক জুড়েই চলছে প্রতিবাদ কর্মসূচি। রবিবার পূর্ববর্ধমানের পূর্বস্থলীর ধাত্রীগ্রাম মোড়ে এক অভিনব প্রতিবাদে সামিল হলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রানীসম্পদ ও বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ।
এদিন প্রতিবাদ চলাকালীন পথেই কাঠের উনুনে আগুন জ্বালিয়ে রান্না করতে দেখা গেল প্রতিবাদে সামিল হওয়া মহিলাদের। পাশাপাশি মোষের গাড়ি নিয়ে মিছিল করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলীর পাশাপাশি কালনা মহকুমাতেও চলছে প্রতিবাদ।
পাশাপাশি কালনার বিভিন্ন পেট্রোলপাম্প গুলিকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে চালানও হয় এক বিরাট গণস্বাক্ষর অভিযান। বিগত কয়েকদিন আগেই রাজ্যের প্রতিটি জেলা ও ব্লকে ব্লকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গণস্বাক্ষর অভিযানের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এই প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান এর দ্বিতীয় দিনে পড়ে। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই গণস্বাক্ষর অভিযানে প্রায় এক লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।