আলিপুরদুয়ার: ফের বাড়ল জ্বালানীর দাম। সোমবার পেট্রোলের মূল্য লিটার প্রতি ৩৯ পয়সা বৃদ্ধি হয়। ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ফের পেট্রোলের মূল্যবৃদ্ধি হওয়ায় মাথায় হাত আমজনতার। যারফলে সোমবার রাজ্যে পেট্রোলের দাম বেড়ে হল ১০০.৯০ টাকা ও ডিজেলের দাম বেড়ে দাঁড়াল ৯৩.২৬ টাকা। জ্বালানীর এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে এদিন আলিপুরদুয়ারের সুভাষপল্লী এলাকার একটি পেট্রোল পাম্পে অভিনব কায়দায় প্রতিবাদ জানায় জেলা কংগ্রেস। পথ নাটিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য উভয়কেই কাঠগড়ায় তোলে প্রতিবাদী কংগ্রেস কর্মীরা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে ৩০ জন কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ, আলিপুরদুয়ার বিধানসভা যুব কংগ্রেস সভাপতি সানিয়া বর্ধন, জেলা ছাত্র পরিষদের সভাপতি তায়ন সাহা ও জেলা অসংগঠিত শ্রমিক সংগঠনের চেয়ারম্যান রাজু সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।
জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ কেন্দ্র-রাজ্য উভকেই কাঠগড়ায় দাঁড় করে বলেন, ‘পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি নিয়ে বেকায়দায় সাধারণ মানুষ। কিন্তু কেন্দ্রের মোদি সরকার কিংবা রাজ্যে সরকার কারওরই কোনও ভ্রুক্ষেপ নেই।“
আরও পড়ুন দাম বৃদ্ধির প্রতিবাদে পুড়ল মোদির কুশপুতুল
গত ৩ জুলাই উত্তরবঙ্গে ১০০ এর গণ্ডি পেরিয়েছিল জ্বালানীর দাম। কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ারে গত শনিবার সকাল থেকেই লিটার প্রতি পেট্রোল ১০০ টাকার ওপরে বিক্রি হয়েছে। সূত্রের খবর, গত শনিবার কোচবিহারে হিন্দুস্থান পেট্রোলিয়ামের পাম্পে লিটারপিছু পেট্রোলের দাম ছিল ১০০.০৯ টাকায়। ইন্ডিয়ান অয়েল আর ভারত পেট্রোলিয়ামের পাম্পে আবার লিটার প্রতি পেট্রোল বিক্রি হয়েছে যথাক্রমে ১০০.২২ টাকা এবং ১০০.০৭ টাকায়। অন্যদিকে, আলিপুরদুয়ারে ১ লিটার পেট্রোলের দাম ছিল ১০০.১০ টাকায়। মাত্র দু’দিনের ব্যবধানে উত্তরবঙ্গে ফের জ্বালানীর দাম বৃদ্ধি যথেষ্ঠ উদ্বেগ বাড়িয়েছে আমজনতার মনে।