কলকাতা : সবজি বিক্রেতা থেকে হয়ে গেলেন তান্ত্রিক। খুঁজে পেলেন কালীমায়ের মূর্তি। শুরু করলেন পুজো। ৪০ বছরের পুরানো এই বামা মায়ের মন্দিরে কালীপুজোর দিন ভক্তের ঢল নামে।
সময়টা আজ থেকে ৪০ বছর আগে। পাইকপাড়ার বাসিন্দা প্রণব সেন। কোনও মতে সবজি বিক্রি করে তাঁর দিন কাটত। কারণ সবজি বিক্রির টাকায় তাঁর সংসার চলত না। একটি একচালা মাটির কুঁড়ে ঘরে থাকতেন তিনি।
হটাৎ একদিন বাড়ির ভেতরেই একটি জায়গায় এক কালী মূর্তি কুড়িয়ে পান তিনি। স্বপ্নাদেশ পান এই মূর্তি এক বছর পুজো করে বিসর্জন দিয়ে দিতে হবে। তেমনটাই করলেন তিনি।
আরও পড়ুন – কালীপুজোর থিম ‘বাঁশের কেল্লা’, ইতিহাস খুঁড়ে সম্প্রীতির বার্তা বসিরহাটে
এরপরই দিন বদলায় তাঁর। লটারির টিকিট কেটে এক লাখ টাকা জেতেন প্রণববাবু। এরপর তাঁর মনে হয় শুধুমাত্র পুজো করার কারণেই তাঁর কষ্ট লাঘব হয়েছে। মা কালীর মাহাত্ম্য দেখে তন্ত্র সাধনায় ব্রতী হন তিনি। এক মুসলিম পীর বাবার কাছে তন্ত্র শিক্ষা পান। সেই থেকে হিন্দু ও মুসলিম উভয় ধর্মেরই কাজ করেন তান্ত্রিক প্রণব সেন।
প্রতি অমাবস্যায় বিশেষ তন্ত্র সাধনা হয় তাঁর প্রতিষ্ঠিত মন্দিরে। ভক্তদের মনের ইচ্ছে এখানে এলে পূরণ হবেই, দাবি প্রণববাবুর। কালীপুজোর সারা রাত তন্ত্র সাধনার সঙ্গে ব্রহ্মণ দিয়েও পুজো হয় এখানে।