উত্তর ২৪ পরগনাঃ বনগাঁর বিজেপি বিধায়কের নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে জালিয়াতির অভিযোগ। টাকা নিয়ে দলে লোক ঢোকানোর অভিযোগ ।পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির মধ্যে বিতর্ক যেন পিছু ছাড়ছে না । একাধিক বিষয়ে দলের মধ্যে বিভাজন উঠে এসেছে মাঝেমধ্যেই। এবার বনগাঁ উত্তর বিধানসভার বিজেপির বিধায়ক অশোক কীর্তনীয়ার নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা সভাপতি মনস্পতি দেবের নামে অভিযোগ উঠল। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে আসা গাইঘাটার ধ্যানেশ নারায়ণ গুহাকে ২৫ লক্ষ টাকা নিয়ে দলে ঢুকিয়েছেন এবং বনগাঁর প্রাক্তন পুর প্রশাসক শঙ্কর আঢ্যকে দেড় কোটি টাকার বিনিময়ে দলে ঢোকানোর চেষ্টা করেছেন বলেই পোস্ট করা হয় । যা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।
আরও পড়ুন ‘তৃণমূল ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই’, তৃণমূলে যোগ দিয়ে বললেন আরাবুল ইসলাম
এই বিষয়ে বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া জানিয়েছেন ‘এই পোস্টটি সম্পূর্ণ বিভ্রান্তি মূলক, ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করবার জন্যই এই পোস্ট । বিধায়কের নাম করে যে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারে । সোশ্যাল মিডিয়া আমার একার নয় । এ বিষয়ে থানায় কোন অভিযোগ করব না।’
আরও পড়ুন দুয়ারে সরকার শিবিরে গিয়ে পা ভাঙলেন তৃণমূল বিধায়ক
বনগাঁর প্রাক্তন পৌর প্রশাসক শঙ্কর আঢ্য জানিয়েছেন, ‘আমাদের রক্ত জল করা পয়সা আমাদের কাছে কালোবাজারি পয়সা নেই যে দেড় কোটি টাকা দিয়ে বিজেপিতে ঢুকতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক । ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেস করি। মমতার সৈনিক থেকে সরানোর ক্ষমতা কারোর নেই। ছিলাম, আছি, থাকব । এটা বিজেপির অন্তঃকলহ’ । এই বিষয়ে গাইঘাটার ধ্যানেশ নারায়ণ গুহ জানিয়েছেন, ”এটা হাস্যকর গল্প আমি রাজনীতি করি কোন রাজনৈতিক দল করতে আমি কাউকে এক পয়সাও দিনি ৷”