বিষ্ণুপুর: পুরসভার আর্থিক তছরুপের ঘটনায় গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন বস্ত্র ও আবাসন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিষ্ণুপুর পুরসভায় দীর্ঘদিন পুরপ্রধান ও প্রশাসক হিসাবে ছিলেন তিনি। সেই সময় বিভিন্ন সরকারি প্রকল্পে তিনি প্রায় দশ কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম করেছেন বলে অভিযোগ। সম্প্রতি বিষ্ণুপুর থানায় অভিযোগ জানান বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপকুমার দত্ত। তাঁর অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফ্রতার করে বিষ্ণুপুর থানার পুলিশ।
বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ, মন্ত্রী থাকাকালীন বহু সরকারি বিষয়ের টেন্ডার নেওয়া হয়েছিল। কিন্তু কাজ কিছুই হয়নি। গত ৩৪ বছর ধরে কখনও কংগ্রেস, কখনও তৃণমূলের হয়ে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। এই তছরূপের ঘটনায় আরও চারজনের নাম উঠে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেইসব নাম প্রকাশ্যে আনা হচ্ছে না বলে জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ।
আদালতের পথে ধৃত শ্যামাপ্রাসাদ
২০০৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। ২০১১ সালে বিষ্ণুপুর বিধানসভা থেকে নির্বাচিত হয়ে পরিবর্তনের সরকারের আবাসন বিভাগের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে আবাসন দফতর থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় নারী ও শিশু কল্যাণ বিভাগের মন্ত্রী হিসাবে। ফের ওই দফতর থেকে সরিয়ে বস্ত্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় শ্যামাপ্রসাদ মুখার্জীকে। একদিকে মন্ত্রী অন্যদিকে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। ২০১৬ বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা থেকে হেরে যান তিনি৷ বিষ্ণুপুর পুরসভার দায়িত্বে বহাল থেকে যান তিনি। ২০২০ সালে পুরসভার মেয়াদ শেষ হবার পরেও তিনি বিষ্ণুপুর পুরসভার পুর প্রশাসক বোর্ডের দায়িত্ব গ্রহন করেন। ২০২০ সালে নভেম্বর মাসে পুরসভার পুর প্রশাসক বোর্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় শ্যামাপ্রসাদ মুখার্জী কে। ২০২০ র ডিসেম্বর মাসে শ্যামাপ্রসাদ মুখার্জী যোগ দেন বিজেপিতে। এরপর থেকে খুব একটা রাজনৈতিক সক্রিয়তা দেখা না গেলেও তিনি বিজেপিতেই ছিলেন বলে খবর।
প্রশাসনিক সূত্রে জানা গেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান থাকাকালীন পুর এলাকায় রূপায়িত বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের ঘটনা ঘটে। এই অনিয়মগুলির সঙ্গে সরাসরি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যুক্ত এমন অভিযোগ সম্প্রতি জমা পড়ে বিষ্ণুপুর মহকুমা শাসকের দফতরে। সেই অভিযোগের তদন্তে নামে মহকুমা প্রশাসন। সূত্রের খবর বিষ্ণুপুর পুরসভার মোট ৫৫ টি সরকারি প্রকল্পে আর্থিক বেনিয়মের হদিশ মিলেছে। আর্থিক তছরুপের পরিমাণ প্রায় দশ কোটি টাকা বলে জানা গেছে। এরপরই তৎকালীন পুরপ্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করে প্রশাসন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দন্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ ও ৪০৯ ধারায় পদে থেকে সরকারি অর্থ তছরুপের মামলা সহ একাধিক মামলা রজু করে বিষ্ণুপুর থানার পুলিশ। আজ সকালে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে বিষ্ণুপুর থানার পুলিশ।
আরও পড়ুন: শান্তিনিকেতনে ‘খেলা শুরু’ অনুব্রতর, রাখি পূর্ণিমায় বিশ্বভারতীতে মিছিল তৃণমূলের