বর্ধমান : পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৫ জনের। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে বর্ধমানের কামনাড়া এলাকায়। কলকাতা থেকে মুর্শিদাবাদ ফেরার পথে বর্ধমানের কামনাড়ায় ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে একটি গাড়িতে করে কলকাতা থেকে মুর্শিদাবাদ যাচ্ছিলেন ১১ জন। ভোরবেলা বর্ধমান কাটোয়া রোডের কামনাড়া এলাকায় তাঁদের গাড়িটি একটি ডাম্পারে ধাক্কা মারে। এই ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়। মৃতদের নাম রাসেদ সেখ(৬০), সায়েনুর খাতুন(১৭), সোনালী খাতুন(১৯), সায়ন সেখ(৩), আরিয়ান সেখ(৬)। বাকিদের গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ।