জলপাইগুড়ি : ফের শিশুমৃত্যুর ঘটনা জলপাইগুড়িতে। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ৫জন শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার মৃত এক সদ্যজাত শিশুর পিতা বিকাশ রায় হাসপাতালের বাইরে রাস্তায় বসে প্রতিবাদ করেন। জলপাইগুড়ি মাদার এন্ড চাইল্ড হাবে একের পর এক শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা।
আরও পড়ুন : ফুটবল খেলতে গিয়ে যুবকের মৃত্যু
শুক্রবার বিকাশ রায়ের একটি কন্যা সন্তান হয়। কিন্তু চিকিৎসার গাফিলতির কারণে তাঁর কন্যাসন্তানের মৃত্যুর খবর পেয়ে হাসাতালের সামনে বসে পড়েন তিনি। চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে রাস্তায় বসে প্রতিবাদ করেন তিনি। সদর ব্লকের নগর বেরুবাড়ির বাসিন্দা বিকাশ রায় বলেন, শুক্রবার তাঁর স্ত্রীকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারপর খবর আসে, তাঁর বাচ্চা মারা গেছে। সেই সময় কোনও চিকিৎসকও ছিলেন না বলে জানান বিকাশ। এই ঘটনার পরই চিকিৎসা ব্যবস্থার গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। এদিন আরও এক মৃত বাচ্চার বাবা দিপক রায় অভিযোগ জানান যে, তাঁর কন্যাসন্তান জন্ম গ্রহণের পরেই মারা যায়। চিকিৎসার গাফিলতির কারণেই তাঁর সন্তানের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। দীপক জ্ঞান, “আমরা চাই এমন ঘটনা যাতে আর না ঘটে। আজ আমার সন্তানের মৃত্যু হয়েছে। আগামীতে যেন আর অন্য কোনও সন্তানের মৃত্যু না ঘটে।” জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক বলেন, এমন কোনও অভিযোগ তাঁর কাছে আসেনি। এই অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।