তমলুক: গভীর রাতে আগুন লাগল দক্ষিণবনঙ্গের জেলা হাসপাতালে। যা নিয়ে ছড়াল তীব্র চাঞ্চল্য। আতঙ্ক ছড়াল হাসপাতালে থাকা রোগীদের মধ্যে।
রবিবার রাতের দিকে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। ওই দিন রাত ১১টা নাগাদ আগুন লাগে তমলুক জেলা হাসপাতালে। খবর দেওয়া হয় দলকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলবাহিনীর সদস্যরা।
জানা গিয়েছে, হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়। দমকলের এক কর্তা জানিয়েছেন যে ডায়ালিসিস ইউনিটের এসি মেশিন থেকেই শর্ট সার্কিট হয়েছিল। আর তা থেকেই আগুন লেগে যায়। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
দমকলের গাড়ি
খুব অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আগুনের কারণে ডায়ালিসিস ইউনিটে থাকা রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।