ওয়েব ডেস্ক: ফের আগুন! আর এবার ডোমজুড়ে। হাওড়ার ডোমজুড়ে গতকাল রাতে লুব্রিক্যান্ট অয়েল কারখানায় বিধ্বংসী আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। অয়েল কারখানায় আগুন লাগায় , আগুন দ্রুত গতিতে ছড়িয়ে যায় বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, রাতে যখন কারখানায় বিধ্বংসী আগুন লাগে তখন কারখানার ভিতর কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। প্রথমে আগুনের ফুলকি দেখা যায় আর তারপরেই আগুনের গ্রাসে মুহূর্তের মধ্যে জ্বলে ওঠে গোটা কারখানা।
আরও পড়ুন: রামনবমীতেও খোলা নবান্ন, থাকবেন পুলিশের শীর্ষ কর্তারা
বিধ্বংসী আগুনের খবর পেয়ে, ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের বিশাল বাহিনী। হাওড়া, কলকাতা এবং হুগলি থেকে এসে পৌঁছয় দমকলের মোট ১৮ টি ইঞ্জিন। মধ্যরাতেই আগুনের খবর পেয়ে দমকল এসে পৌঁছয় সেখানে। শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু আগুনের দাপট এতটাই বেশি যে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদেরও।
মধ্যরাত পেরিয়ে সকাল এখনও আগুনের গ্রাসে অয়েল কারখানা। যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। তবে কী কারণে আগুন লাগলো তা এখনও তদন্ত সাপেক্ষ। তবে প্রাথমিক অনুমান দাহ্য পদার্থ থাকার কারণেই আগুনের আকার ভয়াবহ রূপ নেয়। আপাতত দমকলের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
দেখুন অন্য খবর