বনগাঁ: সাতসকালে তুলো বোঝাই একটি ট্রাকে ধরে যায় আগুন। কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে। দাউ-দাউ করে আগুন জ্বলছে। তার মধ্যে অনর্গল বেরোচ্ছে ধোঁয়া। ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন।
উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নরহরিপুরের ঘটনা। জানা গিয়েছে, শনিবার গভীর রাতেই তুলোর গাড়িতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় প্রায় দশটি ইঞ্জিন। ট্রলারটিতে তুলো বোঝাই থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, অনুমান দমকলের।
ঘটনাস্থানে পৌঁছয় পেট্রাপোল থানার ওসি, বনগাঁ থানার আইসি ও বনগাঁর এসডিপিও । পাশাপাশি দমকলের কাজের তদারকি করেন বনগাঁর পুর প্রশাসক গোপাল শেঠ। পরে দমকলের ৬টি ইঞ্জিন ও পুরসভার জলের ট্যাঙ্কার নিয়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও তুলোর মধ্যে মাঝে মধ্যেই আগুনের ফুলকি দেখা যাচ্ছে।
আরও পড়ুন : খাবার না পেয়ে মোদি-মমতাকে ট্যাগ করে টুইটের পর ট্রোলড প্রসেনজিৎ দিলেন জবাব
স্থানীয় বাসিন্দা বলেন, ” বাড়িতে এসে শুনি আগুন ধরে গিয়েছে। দমকল আসতে দেরি করেছে। সেই কারণে আগুন এত দ্রুত ধরে গেছে। বাধ্য হয়ে আমি ওই ট্রাকগুলো থেকে তুলোগুলি বের করে আনার চেষ্টা করি। প্রায় দশ থেকে বারোটি তুলোর গাড়িতে আগুন লেগেছে, কী থেকে আগুন তা এখনও জানা যায়নি।”