ক্যানিং: গঙ্গা সাগরের কপিলমুনি মন্দিরের সামনে ভয়াবহ আগুন লাগল। সোমবার সন্ধ্যা নাগাদ গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের কাছেই দোকানঘর ও বাড়িতে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মন্দির চত্বরে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা প্রমুখ।
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসন স্থানীয় থানা পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। তার আগে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ভষ্মিভূত হয়ে যাবা বাড়ি ও দোকান গুলি থেকে তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। তার মধ্যে একটি সিলিন্ডার ব্লাস্ট করে বলে মন্ত্রী দাবি করেন।
ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর বক্তব্য, কি কারণে আগুন লেগেছে তা জানা নেই। দোকান বন্ধ ছিল। দোকানের সমস্ত মালপত্র আগুনে পুড়ে যায় বিশাল অংকের ক্ষতি হয়েছে।