বাঁকুড়া: বাঁকুড়ার মাচানতলায় একটি বিমা কোম্পানির দফতরে আগুন লাগার খবর পাওয়া যায় মঙ্গলবার। যেই বিল্ডিংয়ে আগুন লেগেছে সেখানেই ব্যাঙ্ক-সহ একাধিক বিমা সংস্থার অফিস রয়েছে। পাশেই রয়েছে রান্নার গ্যাস বিতরণ সংস্থার অফিসও। কিন্তু সেখানেই নেই কোনও আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা। প্রশ্ন উঠেছে, এত বড় বিল্ডিংয়ে কেন নেই কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা।
দমকলের অভিযোগ, বিল্ডিংয়ের মধ্যে এতগুলি অফিস সেখানে অগ্নিনির্বাপকের ব্যবস্থা নেই। অফিস আধিকারিক ও বিল্ডিং মালিককে সতর্ক করে দমকল। দমকলের এক আধিকারিক জানান, ব্রাঞ্চ ম্যানেজারকে বলা হয়েছে এত বড় অফিসে কেন কোনও আগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। বিল্ডিংয়ের বিভিন্ন অংশে ঝুলছে একাধিক তার। যখন তখন আরও বড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা দমকলের। অগ্নিনির্বাপক ব্যবস্থা না রাখলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দমকল বিভাগের।
আরও পড়ুন: Netaji Battalion: কলকাতা পুলিসে নতুন সংযোজন নেতাজী ব্যাটালিয়ন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার সকালে বাঁকুড়ার মাচানতলার ওই বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন এক নিরাপত্তরক্ষী। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীদের সঙ্গে স্থানীয়রাও হাত লাগিয়েছেন আগুন নেভানোর কাজে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনে লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বিল্ডিংয়ের যে বিমা সংস্থায় আগুন লেগেছে, তা অনেকটা অংশই পুড়ে গিয়েছে। স্থানীয়দের মতে, দমকল বিভাগ ঠিক সময় না এলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হত না। তবে যেভাবে বিল্ডিংয়ে তার ঝুলছে তাতে আঘামিদিনে বড় ঘটনা ঘটার আশঙ্কা করছেন দমকল বিভাগ।