দুর্গাপুর : জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে দাদার হাসুয়ার কোপে জখম হলেন ২ ভাই। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত দুই ভাই ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
ঘটনাটি ঘটেছিল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সুকান্ত পল্লীতে। ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। এদিন একটি জমি নিয়ে দুই ভাই আকাশ পালের সঙ্গে গোলক পালের বচসা শুরু হয়। হঠাৎই আকাশ ভাই গোলকের উপর হাসুয়া নিয়ে চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। হাসুয়া দিয়ে আকাশ তার ভাই গোলককে কোপ মারে। মাথার পেছনে আঘাত লাগায় গুরুতর জখম গোলক পালকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় তাঁকে। গোলককে বাঁচাতে গিয়ে আকাশের হাসুয়ার কোপে জখম হন গোলকের আরও এক ভাই রনি পাল। তাঁকেও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আকাশ পাল পলাতক। পুলিশ অভিযুক্তর সন্ধানে তল্লাশি শুরু করেছে।
আরও পড়ুন : জমি বিবাদে পড়শি বৃদ্ধকে হেনস্থা দুই বিজেপি নেতার