শিলিগুড়ি: ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআই নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি তখন পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো ফুটবলার। বিদেশি ফুটবলার হিসেবে সীমান্ত পার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল চার জন। ঘটনাটি ঘটেছে ভারত-নেপাল সীমান্তে। এই চার জন বিদেশি সীমান্ত পারাপার করতে গিয়ে ৪১নং ব্যাটেলিয়ান এসএসবির হাতে ধরা পড়ে।
গতকাল গভীর রাতে ধৃতদের নকশালবাড়ি থানায় নিয়ে আসা হয়। সোমবার তাঁদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই তাঁদের আটক করা হয়। ধৃতদের নাম বেয়েগুয়ি বেলিমি(২১), অ্যালিক্সিস ইসমেলি(১৯), সেডার আবান্ডা আনজুয়াপ(২২), মোহামাদু মোসি(১৯)। চারজনই ক্যামেরুনের বাসিন্দা ।