দুর্গাপুর: উচ্ছেদ অভিযান ঘিরে এবার ধুন্ধুমার দুর্গাপুরে (Durgapur) । গ্রামের দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে পরে তা হাতাহাতিতে পরিণত হয়। দুর্গাপুর থানার পুলিশের (Police) সামনেই হাতাহাতিতে জড়িয়ে পরে দুই পক্ষ।
গত কয়েক মাস ধরেই ডিভিসির (DVC) ডিটিপিএস (DTPS) এর আটশো মেগাওয়াটের তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন ইউনিট বসানো নিয়ে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান।
অরিন্দম নায়েক নামে দুর্গাপুর (Durgapur) বস্তি রক্ষা কমিটির সদস্যকে মাটিতে ফেলে মারধর করে গ্রামের এক পক্ষের লোকজন। ঘটনার জেরে র্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন টাউনশিপে ছড়ায় ব্যাপক উত্তেজনা।
আরও পড়ুন: বাতিল সার্টিফিকেট তবুও সংরক্ষিত পদে রয়েছেন স্কুলের হেডমাস্টার
এক পক্ষের অভিযোগ গ্রামের মানুষ বাধা দেয় কিন্তু বহিরাগতরা এসে এলাকায় অশান্তি ছড়াচ্ছে, আর অরিন্দম নায়েক বহিরাগত। পুলিশের সামনের ব্যাপক মারধর শুরু হয়। পুলিশ কোনরকমভাবে সামাল দেয় সেই পরিস্থিতি।
জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত উচ্ছেদ অভিযানকে ঘিরেই। কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে, সেই মোতাবেক আজও ডিভিসি কর্তৃপক্ষ আজ উচ্ছেদ অভিযানে নামে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। সেই মোতাবেক আজ শুরু হয় উচ্ছেদ অভিযান, আর ভাঙচুরের অভিযানকে ঘিরে শুরু হয় অশান্তি। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে সামাল দেয় পরিস্তিতি।
দেখুন অন্য খবর