জঙ্গলে খাবার নেই। তাই সাতসকালে লোকালয়ে ঢুকে পড়ল দলমার একদল হাতি। বাড়ির সামনে একদল হাতি দেখে রীতিমত আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে।
ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ১ নং ব্লকে। জঙ্গলে কিংবা ক্ষেতে কোনও খাবার না পেয়ে সুবর্ণরেখা নদী পার করে ৮ টি হাতির একটি দল। এরপর ১ নং ব্লকের পিড়াশিমূল, টোপগেড়িয়া, ভট্টগোপালপুর, বাকড়া সহ বেশ কয়েকটি গ্ৰামে ঢুকে তাণ্ডব চালায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলছুট দাঁতালের এই দল খাদ্যের সন্ধানে গোপীবল্লভপুরের কয়েকটি গ্ৰামে তাণ্ডব চালায়। বেশ কিছু জমির ফসলেরও ক্ষতি করে। হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। প্রাণভয়ে রীতিমতো ছোটাছুটি করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। এরপর হাতির দলটিকে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তায় ঘোরাফেরা করার পর অবশেষে হাতির দলটি জঙ্গলে দিকে চলে যায়। জানা গিয়েছে, এর পর গোপীবল্লভপুরের ২ নং ব্লকের আগড়বনী এলাকাতেও তাণ্ডব চালিয়েছে ওই হাতির দলটি।