গোসাবা : নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ভোটের আগের দিন রাত্রে গোসোবা রাঙাবেলিয়াতে বিজেপি প্রার্থী পলাশ রানার হয়ে লিফলেট বিলি করার। বিজেপি প্রার্থীর হয়ে লিফলেট বিলি করছিলেন দুই বাইক আরোহী। সঙ্গে ছিলেন খোদ বিজেপি প্রার্থীও।
সূত্রের খবর, সামনে ছিলন বিজেপি প্রার্থী পলাশ রানা। তাঁর পিছনেই এই দুই বাইক আরোহী রাস্তার দুধারে হ্যান্ডবিল ছড়াতে ছড়াতে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় মানুষজন ওই দুই বাইক আরোহীকে ধরে ফেলে। আটকে রাখা হয় ওই দুই বাইক আরোহীকে। শুরু হয় ব্যাপক গোলযোগ।
এই ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী এবং গোসোবা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বিজেপি প্রার্থী পলাশ রানা জানান কোনও ভাবেই তাঁরা লিফলেট বিলি করছিলেন না। যাওয়ার সময় লিফলেটগুলি পড়ে যায়। তাতেই সমস্যার সৃষ্টি হয়।
আরও পড়ুন – By-Election Live Updates: ভোট দিলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ
রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। সকাল ৭ টার মধ্যে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্ব। গোসাবা বিধানসভা আসনের উপনির্বাচনে দলবদলু নেতা পলাশ রানাকে প্রার্থী করেছে বিজেপি। ২০১৯-এর লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন এই বিজেপি প্রার্থী পলাশ রানা।