হুগলি: সাতসকালে ইডির (ED) হানা আরামবাগে। বৃহস্পতিবার সকালে শেয়ার মার্কেটিং-র (Share Market) এক কর্ণধার দিলীপ মাইতির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনর্ফোসমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। শেয়ার মার্কেটের আরও এক কর্ণধার শাহিল শেখের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযান চালাল ইডি (ED)।
টাকা জমা রেখে ফেরত না পাওয়ার অভিযোগ। শেয়ার মার্কেটিং-এ (Share Market) প্রতারণার অভিযোগে আরামবাগে হানা দিল ইডি (ED)। জানা গিয়েছে, শেয়ার মার্কেটিং-র কর্ণধার দিলীপের বিরুদ্ধে অভিযোগ, এই সংস্থা এল এফ এস ব্রোকিং (LFS Broking) বহু লোক তাদের কষ্টের টাকা গচ্ছিত রেখে ছিলেন। কিন্তু পরবর্তীতে তারা কোনও টাকা ফেরত পাননি। আর এই ঘটনায় কয়েকজন আত্মহত্যাও করেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:জোড়া ঘূর্ণাবর্তের দাপটে আজও চলবে দুর্যোগ? বড় আপডেট হাওয়া অফিসের
শুধু তাই নয়, আরামবাগের এল এফ এসের অফিসের পাঁচতলা থেকে এক ব্যক্তি ঝাঁপ দিয়েও মারা যান। যদিও সেই মৃত্যু বেশ রহস্যজনক বলেই মনে করা হয়। সূত্রের খবর, এই দিলিপের মাইতির নামেই এল এফ এসের কোম্পানির লাইসেন্স রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দিলীপের বাড়িতে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি আরামবাগ রিসর্টও সিল করে দেওয়া হয়েছে বলে খবর।
চার ঘন্টারও বেশি সময় ধরে চলে ইডির তল্লাশি। ইডির তিনজন আধিকারিক বেরিয়ে যান অর্থলগ্নী সংস্থার এমডি আনারুল ইসলামের বাড়ি থেকে। আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর অভিযুক্তের স্ত্রীর ভাইকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান আমানতকারীরা। আমানতকারীদের দাবি, ২০২৩ সালের জুন মাসের পর থেকে আর কোনও টাকা তাদের দেওয়া হয়নি। বারবার আনারুল ইসলামের কাছে এলে তাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হত বলে অভিযোগ। অন্যদিকে, জানা গিয়েছে ছয় মাসেরও বেশি সময় ধরে বোলপুরের বাইপাসে এই বিলাসবহুল প্রায় দুই কোটি টাকা মূল্যের বাড়ি ছেড়ে তার পরিবারের সদস্যরা অন্যত্র গা ঢাকা দিয়েছেন। অন্যদিকে এই অর্থ লগ্নী সংস্থার ডিরেক্টর জিয়াউর রহমান উড়িষ্যায় দীর্ঘদিন ধরে গ্রেফতার বলে জানা গিয়েছে।
দেখুন অন্য খবর: