দুর্গাপুর: অনলাইন পরীক্ষার দাবিতে দুর্গাপুর এনআইটি (Durgapur NIT College) কলেজের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। মঙ্গলবার সকাল থেকে অফলাইন পরীক্ষার প্রতিবাদে বিক্ষোভে (Offline Exam Protest) সামিল হন পড়ুয়ারা। প্রথমে অধ্যক্ষের অফিস, তারপর কলেজ গেটে পৌঁছয় সেই বিক্ষোভ। তালা মেরে দেওয়া হয় গেটে।
পড়ুয়াদের অভিযোগ, গত দুবছর ধরে অনলাইনেই ক্লাস চলছে। সিলেবাস এখনও শেষ হয়নি। অথচ কলেজ কর্তৃপক্ষ ১৮ এপ্রিল থেকে অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এত অল্প সময়ের নোটিসে কীভাবে অফলাইন পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব? এভাবে পরীক্ষা নেওয়া হলে ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। তাঁদের বক্তব্য, এখনও যেহেতু অনলাইলে ক্লাস চলছে, তাই পরীক্ষা হতে হবে অনলাইনেই (Online Exam)। কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান পড়ুয়ারা।
দুর্গাপুর এনআইটি কলেজ গেটে বিক্ষোভ পড়ুয়াদের। নিজস্ব চিত্র।
পড়ুয়াদের আরও অভিযোগ, খড়গপুর আইআইটি, রৌরকেল্লা আইআইটি কলেজ যদি অনলাইনে পরীক্ষা নিতে পারে, তাহলে দুর্গাপুর এনআইটি কলেজ কেন অনলাইন পরীক্ষা নিতে পারে না? কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি পড়ুয়াদের।
দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির রেজিস্ট্রার সৌম সেন শর্মা জানান, পড়ুয়ারা সন্তানের মতো। তাঁদের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
আরও পড়ুন: Mamata Slams BJP: ওরা জ্বালানির দাম বাড়ায়, দিল্লির লাড্ডু চাই না, বিজেপিকে ফের আক্রমণ মমতার