দুর্গাপুর: বান্ধবীর সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদ করায় বেধড়ক মার সহপাঠীকে। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনা। অভিযুক্ত চার ছাত্রকে শো-কজ করেছে কলেজ কর্তৃপক্ষ। ৪৮ ঘন্টার মধ্যে সন্তোশজনক জবাব না পেলে চারজনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কলেজ। এই ঘটনাকে ঘিরে শনিবার ধুন্ধুমার ঘটে কলেজ চত্বরে। তুমুল বিক্ষোভ চলে কলেজে।
স্থানীয় সূত্রের খবর, দুর্গাপুরের নিউটাউনশিপ থানার ফুলঝোরে ওই কলেজের ক্যান্টিনে শুক্রবার বিকেলে বসেছিলেন হসপিটালিটি ম্যানেজেমন্টের দ্বিতীয় বর্ষের দুই ছাত্রছাত্রী। বিসিএ-র তৃতীয় বর্ষের চার পড়ুয়া ছাত্রীর উদ্দেশে অশালীন মন্তব্য করে। প্রতিবাদ করায় সহপাঠীকে বাইরে ডেকে নিয়ে ওই চার পড়ুয়া বেধড়ক মারে বলে অভিযোগ। অন্য পড়ুয়ারাও রক্তাক্ত অবস্থায় বাবলু পাল নামে ওই ছাত্রকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: Kisan Andolon News: ঘরে ফেরার পালা আন্দোলনে জয়ী কৃষকদের, দিল্লির সীমানায় উৎসবের মেজাজ
দুর্গাপুর নিউটাউনশিপ থানায় কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করায় চার পড়ুয়াকে আটক করা হয়। কিন্তু রাতেই চারজনকে পুলিস ছেড়ে দেয়। শনিবার সকালে এই খবর জানাজানি হতেই বাবলুর পরিবারের লোকজন কলেজে চড়াও হন। তুমুল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে যোগ দেন কলেজের কিছু পড়ুয়াও। বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ চার পড়ুয়াকে আড়াল করতে চাইছে। অবিলম্বে চার ছাত্রকে গ্রেফতারের দাবি ওঠে।0.
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষা অরুনাভা মুখোপাধ্যায়। ৪৮ ঘন্টার মধ্যে চার ছাত্রকে শো-কজের জবাব দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।