দুর্গাপুর: দশমীর ভাসানের দিন পুজো প্যান্ডেলে বোমাবাজি গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের অন্নপূর্ণা নগর এলাকায়। মদ খাওয়ার টাকা চেয়ে না মেলায় প্রতিহিংসাবশত এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় আকরাম সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল।
আরও পড়ুন: নিম্নচাপের ভ্রুকুটি, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলাশাসকদের চিঠি নবান্নের
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, শনিবার রাতে দশমীর ভাসাণের পর এলাকার বাচ্চাদের কাছে মদ খাওয়ার টাকা চায় আক্রমণ ও তার দলবল। কিন্তু পাচ্ছে না তা দিতে অস্বীকার করে। এই ঘটনায় প্রতিশোধ নিতেই দলবল নিয়ে ফিরে আসে আক্রাম। দুর্গা পূজার প্যান্ডেলে বোমাবাজি করে। পাশাপাশি এলাকায় কয়েকটি বাইক ও গাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ। যদিও বোমাবাজির ঘটনা কেউ আহত হয়নি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে ‘হিংসা’, শান্তির খোঁজে তৃণমূল কংগ্রেসের জাগোবাংলা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিরাট পুলিশ বাহিনী। এসিপি ধ্রুবজ্যোতি মুখার্জি জানান, অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত আক্রামের।