দুর্গাপুর : প্রাচীন রীতি মেনেই কাঁধে করে পুজো মণ্ডপ থেকে দামোদরে প্রতিমা নিরঞ্জন করলেন দুর্গাপুরের ডিপিএল কলোনির জিটি টাইপ পুজো কমিটির সদস্যরা।
প্রথমে পুলিশ প্রশাসনের আপত্তি থাকলেও অবশেষে এই রীতি মেনে নেয় তারাও। মহিলা পরিচালিত এই পুজোয় লোক কম থাকার কারণে কনিষ্ঠ সদস্যরা তিনটি বাঁশের উপর মা’কে চাপিয়ে কাঁধে করে দামোদরে নিয়ে যান। অন্যদিকে একাদশীর দিন আরও অনেক পুজো কমিটির বিসর্জন হল দুর্গাপুর ব্যারাজ লাগোয়া দামোদর ঘাটে। ক্রেনের সাহায্যে তুলে নিয়ে গিয়ে দামোদরে ফেলা হয় প্রতিমাকে। কোনও রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন ছিল সক্রিয়। বিসর্জনের সময় কাউকে জলে নামতে দেওয়া হয়নি। প্রচুর সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীরা মোতায়েন ছিলেন ঘাটে। দুর্গাপুরে অন্যান্য বিভিন্ন পুজো কমিটির বিসর্জন সম্পন্ন হয়েছে একাদশীর রাতে দামোদর নদে। নামানো হয়েছিল স্পিডবোট থেকে শুরু করে নৌকো। যাতে কোনওরকম অঘটন ঘটলে তাড়াতাড়ি উদ্ধারকাজ সেরে ফেলা যায়।
আরও পড়ুন : ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এছাড়াও দামোদরের যে জায়গা থেকে প্রতিমা বিসর্জন দেওয়া হয় সেই ঘাটে আসা যাওয়ার পথে সমস্ত আগাছা পরিষ্কার করা, বিসর্জনের জন্য ২০০ ফুটের মতো জায়গা নির্দিষ্ট করে সেখানে নাইলনের জাল ফেলা, যাতে বিসর্জনের সময় প্রতিমার কাঠামো সহ প্লাস্টিক বা অন্যান্য সামগ্রী সরাসরি জলে নাম মেশে। নাইলনের জালে আটকে যায়। পরে সহজেই জাল তুলে ভাসানের সব সামগ্রী বের করে নির্দিষ্ট জায়গায় ফেলা যায়। যার ফলে দামোদরের জল দুষণ মুক্ত করা যায়। ঘাটে প্রতিমা নিরঞ্জনে ছিল কড়া নিরাপত্তা।