বানারহাট: সোমবার থেকে এক টানা বৃষ্টি চলছে ভুটান পাহাড় ও ডুয়ার্সে। মাঝে সামান্য বিরতি থাকলেও শুক্রবার রাত থেকে ফের শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। ফলে, কার্যত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডুয়ার্সের বানারহাট, বিন্নাগুড়ি ও চামুর্চিতে। জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। হাতি নালার জল ঢুকে পড়েছে বিন্নাগুড়ি এস এম কলোনি, নেতাজি পল্লি-সহ বিভিন্ন এলাকায়।
প্রায় ছয়টি চা বাগান ডুবে গিয়েছে হাতি নালার জলে। ক্ষতিগ্রস্ত বাগানের বহু চা গাছ জলের স্রোতে ভেসে গিয়েছে। ইতিমধ্যেই জলবন্দি হয়ে পড়েছে বহু পরিবার। চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে বাসিন্দাদের। এমনকী রাজ্য সড়কের উপর দিয়েও বইছে জলের স্রোত। বিন্নাগুড়ি থেকে হলদিবাড়িগামী রাজ্য সড়কের উপরে কার্যত এক হাঁটু জল জমে রয়েছে।
অন্য দিকে, হাতির নালার জল আরও বেড়ে যাওয়ায় বিন্নাগুড়ি ছাড়িয়ে তেলিপাড়ার কাশিয়াঝোরা গ্রামেও জল ঢুকতে শুরু করেছে। ফুলে-ফেঁপে উঠে উপচে পড়ছে আংরাভাসা নদীর জল। জল ঢুকে গিয়েছে জ্যোতির্ময় কলোনিতেও। ডুয়ার্সের পাশাপাশি ভুটান পাহাড়ে যদি বৃষ্টি না কমে তবে, পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসন পরিস্থিতির উপর নজরদারি শুরু করেছে৷