জলপাইগুড়ি: জেলা বিজেপি (BJP) সভাপতি বাপি গোস্বামী (Bapi Goshwami) গাড়িতে গুলি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বাহাদুর গ্রামে। জানা গিয়েছে, ভোটের প্রচার শেষ করে বাড়ি ফিরছিলেন বাপি গোস্বামী। তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন জেলা বিজেপি সভাপতি।
পুলিশ জানিয়েছে, গাড়িতে মোট তিন’টি ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। দুটি চিহ্ন গুলির ও একটি চিহ্ন পাথর বা ভাড়ি কিছু বস্তু দিয়ে গাড়ির পেছনে কাঁচে আঘাত করা হয়েছে।
আরও পড়ুন: TMC | CPM | সকালে হুমকি, সন্ধ্যায় তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ
বাপি গোস্বামী জানিয়েছেন, রাত প্রায় ১২টা নাগাত বাপি গোস্বামী তার মন্ডল সভাপতিকে সঙ্গে নিয়ে বাহাদুর গ্রামপঞ্চায়েত এলাকা থেকে ভোট প্রচার শেষ করে বাড়ি ফিরছিলেন। বাপি গোস্বামী গাড়ির সামনে চালকের পাশের সিটে বসেছিলেন। একটি অন্ধকার রাস্তায় গাড়িটি আসতেই আচমকা গাড়িতে বিকট একটি শব্দ হয় এর পরেই বাপি গোস্বামী সিটের পাশে কাঁচে একটি গুলি লাগে। তারপর আরও একটি গাড়ির সামনে গুলি করা হয় বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, একটি মোটরসাইকেল দুই জন ছিল। তাদের মাথায় হেলমেট ছিল সেকারণেই দুস্কৃতিদের চেহারা দেখতে পারেনি তিনি। কোনও রকমে ওই এলাকা থেকে দ্রুত গতিতে গাড়িটিকে নিয়ে তিনি ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে সোজা কোতোয়ালি থানায় চলে যান।
কোতোয়ালি থানার পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে একটি গুলির খোল উদ্ধার করে। রাত প্রায় ৩.১৫ নাগাত বাপি গোস্বামী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি জেলা সভাপতির গাড়িটি আপাতত থানায় রেখে দিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বাহাদুর এলাকায় বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের একটি নির্বাচনি সভা রয়েছে। তার আগে জেলা সভাপতির গাড়িতে গুলির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।