শিবপুর: শিবপুর আইআইইএসটির (Shibpur IIEST) অধিকর্তা পার্থসারথি চক্রবর্তীকে সন্ধ্যা পর্যন্ত ঘেরাও করে রাখেন স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা৷ ৩ দফা দাবিতে এই ঘেরাও৷ এরপর অধিকর্তা তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন কর্মচারীরা। বিক্ষোভকারীরা জানান, শুধু আশ্বাসে কাজ হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বুধবারও দুপুর ২টো থেকে অধিকর্তার অফিসের সামনে ঘেরাও অবস্থান চলবে।
মূলত কর্মীদের স্থায়ীকরণ, অবসরকালীন প্রকল্প ঘোষণা, পেনশন রুলের সমস্যা সমাধান বিক্ষোভকারীদের দাবি। এছাড়াও আরও অনেক দাবি রয়েছে তাঁদের। কর্মী সংগঠন এই দাবিতেই মঙ্গলবার দুপুর থেকে ঘেরাও করে রাখেন আইআইইএসটির অধিকর্তাকে। পরে ঘেরাও মুক্ত হয়ে অধিকর্তা বলেন, ‘কর্মীদের দাবির যৌক্তিকতা আছে। কিন্তু আমার ক্ষমতাও সীমিত|’
আরও পড়ুন : দুর্নীতির অভিযোগে এসএসসি ভবন ঘেরাও, বাম-ছাত্র বিক্ষোভে উত্তাল করুণাময়ী