ধূপগুড়ি: মদ্যপ মহিলা ও এক যুবককে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি (Dhupguri) শহরে। প্রেমিকার ব্ল্যাকমেলে অতিষ্ঠ হয়ে তাঁকে মদ্যপান করিয়ে রাস্তার পাশে ছেড়ে দেয় ওই যুবক। কিছুক্ষণ বাদে তাঁকে দেখতে এলে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে গণধোলাই খেতে হয় সেই যুবককে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ধূপগুড়ি পুর এলাকার চার নম্বর ওয়ার্ডের ডাঙাপাড়া এলাকায়। তাপস রায় নামের ওই যুবক নিজেকে ময়নাগুড়ি থানার সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দেয়৷ স্থানীয় বাদিন্দারা জানান, রবিবার রাতে বাইক আরোহী এক যুবক ওই যুবতীকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে চলে যায়।
তিনি রাস্তার পাশেই কিছুক্ষণ বসে থেকে তারপর পথেই শুয়ে পড়েন৷ রাস্তার পাশে সেসময় স্থানীয় বাসিন্দারা মহিলাটিকে সাহায্য করতে গিয়ে টের পান তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। সেসময় তাঁকে উদ্ধার করে পরিচর্যা শুরু করেন এলাকাবাসী। সেই সময়ই বাইক নিয়ে সেখানে ফের হাজির হয় ওই যুবক। এরপর তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। ক্ষিপ্ত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিস দুজনকেই উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।
আরও পড়ুন – হাওড়ায় যুবতীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার ২
জানা গিয়েছে, ছাব্বিশ বছর বয়সী ঐ যুবতী পূর্ব গয়েরকাটা এলাকার বাসিন্দা। দুই সন্তানের মা ওই মহিলার স্বামী দুই বছর আগে মারা যান। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই যুবকের সঙ্গে তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। নিজেকে সিভিক ভলান্টিয়ার পরিচয় দেওয়া ময়নাগুড়ির বাসিন্দা যুবকের দাবি, সম্পর্ক গড়ে রীতিমতো তাঁকে ব্ল্যাকমেল করতেন ওই মহিলা। নগদ টাকা সহ একাধিক মূল্যবান জিনিস হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। রবিবারও তাঁর সঙ্গে দেখা করেন। এরপরেই দুজনে নেশা করেন এবং এই ঘটনা ঘটে।
ধূপগুড়ি পুলিস সুত্রে জানা গেছে, দুজনকে উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। রাতে মহিলার পরিবারের লোকজনের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়৷ যুবককে আটক রাখা হয়েছে থানায়। যদিও এবিষয়ে কেউই থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি।