ধূপগুড়ি: ভোট গ্রহন কেন্দ্রে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক ভোট কর্মী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , অসুস্থ ভোট কর্মীর নাম গৌতম কুমার দাস। তার বাড়ি কোচবিহার জেলার হলদিবাড়িতে। ঘটনাটি ঘটেছে, ধূপগুড়ির ব্লকের ভোট পাড়ার ১৫/২৩৭ পার্টের ভোট পাড়া এম ত্রস কে প্রাথমিক বিদ্যালয়ে।
আরও পড়ুন:বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জানা গিয়েছে, ওই ভোট কর্মীর ডিউটি পড়েছিল ভোট পাড়ার ১৫/২৩৭ পার্টের ভোট পাড়া এম ত্রসকে প্রাথমিক বিদ্যালয়ে। এদিন তিনি ভোট কেন্দ্রে পৌছে ভোটদান প্রক্রিয়ার সমস্ত কাজ করেছিলেন বলে জানা গিয়েছে। সেই সময় আচমকাই মাথা ঘুরিয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ভোট গ্রহন কেন্দ্রে ওই ভোট কর্মী দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, রাত পোহালেই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট হবে ধূপগুড়িতে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক মৃত্যুতে ধূপগুড়ি আসনটি খালি হয়। এই কেন্দ্রে মূলত ত্রিমুখী লড়াই। ভোটের ময়দানে রয়েছেন কংগ্রেস সমর্থিত সিপিএম, তৃণমূল এবং বিজেপি। এদিকে রবিবার ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায় বিজেপিতে যোগ দেন। তার আগে শুক্রবারও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের প্রচার মঞ্চে হাজির ছিলেন। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। মিতালি দাবি করেন, তৃণমূলই জিতবে। শুধু তাই নয়, তিনি দলীয় প্রার্থীর হয়ে প্রচারও করেন। তার দুদিন পরই মিতালির বিজেপিতে যোগদান শাসকদলের পক্ষে একটা বড় ধাক্কা।