ধূপগুড়ি: ধূপগুড়ি শহরের ফুটপাত, সার্ভিস রোড জবর দখল। প্রায় সবটাই ওই এলাকার ব্যবসায়ীদের দখলে। ফলে, সাধারন মানুষের যাতায়াতের সমস্যা হয়ে গিয়েছে। বাড়ছে দুর্ঘটনা। এশিয়ান হাইওয়ের উপর সার্ভিস রোড দখল করে তৈরি করা হয়েছে বেআইনি পার্কিং। সাইকেল-সহ বিভিন্ন হালকা যানবাহন সার্ভিস দিয়ে চলাচল করে। সেখানে ধুপগুড়িতে সার্ভিস রোড দখল হয়ে রয়েছে। বাধ্য হয়েই মূল সড়কের উপর দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ। যার জেরে প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।
শীতের রাতে বেআইনিভাবে রাস্তার পাশে দূরপাল্লার লরি দাঁড় করিয়ে রাখা হয়। তাতেও দুর্ঘটনার আশঙ্কা কয়েকগুণ বাড়ছে। কারণ শীতের রাতে কুয়াশা থাকে। ফলে দৃশ্যমানতা কম থাকে। যে কারণে দেখতে না পেয়ে দাঁড়িয়ে থাকা লড়িতে এসে ধাক্কা মারে চলন্ত গাড়িগুলি। যেমন দুর্ঘটনা কিছুদিন আগে নদীয়ার হাঁসখালিতে হয়েছিল।
আরও পড়ুন- আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
একই সঙ্গে ধুপগুড়ির শহরের অন্যতম ব্যাস্ত রাস্তা ফালাকাটা রোডের অবস্থাও শোচনীয়। সেখানে শুধু ফুটপাথ নয় দখল হয়ে গিয়েছে প্রায় অর্ধেক রাস্তা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ ও পৌরসভা কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করছে না। যার জন্য রাস্তার এই অবস্থা। অবাধে চলছে জবরদখল। যদিও পৌরসভার তরফ থেকে দ্রুত এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে।