বাঁকুড়া: দীর্ঘ ২০ মাস পরে স্কুল খুলেছে। আর স্কুল খুলতেই ফাঁকা ক্লাসরুমে ছাত্র-ছাত্রীদের নাচ-গান কিংবা সিগারেট খাওয়ার মত একাধিক ভিডিয়ো সামনে এসেছে। সোমবার আবারও ছাত্রীদের উদ্দাম নাচের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার বাঁকুড়ার ( Dance in a Bankura school) একটি স্কুলে ঘটেছে এই ঘটনা। যদিও ছাত্রীদের নাচের এই ভিডিয়ো নজরে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত চার ছাত্রীকে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে স্কুলের ইউনিফর্ম পরে চার ছাত্রীকে নাচতে দেখা গিয়েছে। সঙ্গে বাজছে পুরুলিয়ার আঞ্চলিক ভাষার চটুল গান। কখনও বা আবার হিন্দি গান (যার সত্যতা কলকাতা টিভি ডিজিটাল যাচাই করেনি)। যার তালে তালে উদ্দম নৃত্য করছে চার ছাত্রী। কারও মুখে মাস্ক আছে। কারও মুখে নেই। জানা গিয়েছে, এই ভিডিয়ো বাঁকুড়ার জঙ্গল মহলের গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের।
দিন চারেক আগে দ্বাদশ শ্রেনীর চার ছাত্রী নিজেদের ক্লাসরুমে এই ভিডিয়ো তৈরী করে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো ভাইরাল হতেই তা ঘিরে একাধিক মন্তব্য উড়ে এসেছে ৷ অনেকেই পড়ুয়া এবং তাদের বাড়ির লোক জনকে কটাক্ষ করেছেন৷
আরও পড়ুন – ফাঁকা শ্রেণিকক্ষে ছাত্রীদের নাচ, ভিডিও ঘিরে বিতর্কে হাওড়ার গার্লস স্কুল
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শনিবার বিষয়টি নজরে আসে গড় রাইপুর হাইস্কুল কর্তৃপক্ষের। এরপরই ওই চার ছাত্রীকে সোমবার স্কুলে ডেকে পাঠানো হয়। শাস্তিস্বরূপ অভিযুক্ত চার ছাত্রীকে আপাতত স্কুলে আসতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গড় রাইপুর হাইস্কুলের এই ঘটনা জানা না থাকলেও, বার বার বিভিন্ন জায়গায় ফাঁকা ক্লাসরুমে নাচের ভিডিয়ো সামনে আসছে। এই বিষয়ে বাঁকুড়া জেলা স্কুল শিক্ষা দফতর দ্রুত ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার আশ্বাস দিয়েছে।