আলিপুরদুয়ার: বাংলার নির্বাচন অতীত৷ লক্ষ্য পুরসভা নির্বাচন৷ কটাক্ষ, সমালোচনা সব দূরে ঠেলে পুরভোটেও কং-আইএসএফের (Congress-ISF) সঙ্গে জোট বেঁধে লড়াই করতে চায় সিপিএম (CPM)৷ শনিবার এমনটাই জানান দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)৷
আরও পড়ুন: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ব্যাপক সাড়া, ১০ দিনে আবেদন ২৬ হাজার
ষোলোর বিধানসভার মতো একুশের নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে সিপিএম৷ সেই জোটে শামিল করা হয় আব্বাস সিদ্দিকির দল আইএসএফকে৷ ভোটের আগে এ নিয়ে প্রচুর জলঘোলা হয়৷ কর্মী-সমর্থকদের অনেকেই চাননি আব্বাস জোটে আসুক৷ এমনকী আব্বাসকে জোটে নেওয়া নিয়ে মতভেদ তৈরি হয় সিপিএমের অন্দরে৷ তখন কোনও সমালোচনাকে পাত্তা দিতে চাননি বিমান বসুরা৷ শেষ পর্যন্ত আইএসএফকে সঙ্গে নিয়ে ভোটযুদ্ধে নামে সিপিএম-কংগ্রেস৷ কিন্তু ভোটারদের মনে দাগ কাটতে পারেনি তিন দলের সংযুক্ত মোর্চা৷ জনগণের পরীক্ষায় ডাহা ফেল করে জোট৷ ভোটে ভরাডুবি তো হয়-ই৷ পাশাপাশি এবার একটিও আসনে জিততে পারেনি বাম-কংগ্রেস৷
ভোটে শোচনীয় ফলাফলের জন্য নেতাদের অনেকেই শীর্ষস্তরের নেতৃত্বের অদূরদর্শিতাকে দায়ী করে৷ ফলে প্রশ্ন ওঠে, জোটের ভবিষ্যত নিয়ে৷ কিন্তু শনিবার আলিপুরদুয়ারে এসে সূর্যকান্ত মিশ্র জানিয়ে দেন, আসন্ন পুরসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির মোকাবিলায় কংগ্রেস-আইএসএফকে নিয়ে লড়াই করার পক্ষপাতী তিনি৷ তবে সূর্যবাবু স্বীকার করে নেন, জোটকে নিয়ে বামফ্রন্টের মধ্যে মতভেদ থাকায় জয় আসেনি৷ সেই জন্য আগামিদিনে কেন্দ্রের ভ্রান্ত নীতি ও রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে৷
আরও পড়ুন: নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুনে সিআইডি-র জালে বিজেপি কর্মী
জ্বালানি তেলের দাম নিয়ে কেন্দ্র-রাজ্য সরকারকে নিশানা করেন সূর্যকান্ত মিশ্র৷ জানান, জ্বালানি তেলের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে৷ বিজেপি সরকারে থাকলে তা অচিরেই ‘ডবল সেঞ্চুরি’ করে ফেলবে। রাজ্য সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে কেন সেস কমাচ্ছে না সেই প্রশ্ন তোলেন তিনি৷ তাঁর প্রশ্ন, কেন বেসরকারি বাসের সমস্যা মেটাতে পারছে না সরকার? সেগুলোর দিকে না তাকিয়ে সরকার এখন বিধান পরিষদ নিয়ে বেশি ব্যস্ত বলে কটাক্ষ করেন সূর্যকান্ত মিশ্র।