জলপাইগুড়ি: সিপিএমের (CPM) নির্বাচনী কার্যালয় (Party Office) এবং প্রার্থীর বাড়ি (Home) ভাঙচুর ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) আর মাত্র একদিন বাকি। আর ঠিক এই সময় বিভিন্ন জায়গায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার সিপিআইএমের গ্ৰাম পঞ্চায়েত প্রার্থীর মোহাম্মদ আলিমুদ্দিনের বাড়ির সামনে থাকা নির্বাচনী কার্যালয় ও বাড়ির একাংশ ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতাগ্রাম ১৫/১৩২ বুথের ঘটনা।
সিপিএমের অভিযোগ, গতকাল গভীররাতে তৃণমূলের কিছু কর্মী বাইক করে এসে সিপিএমের নির্বাচনী কার্যালয় সহ সিপিএম প্রার্থীর বাড়িতে ভাঙচুর চালায়। এমনকি ধূপগুড়ি থানাকে খবর দেওয়া হলেও ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ। তাই পরবর্তীকালে জেলাশাসককে ফোন করেন সিপিএম নেতা। তার বেশ কিছুক্ষণ পরে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: Panchayat Election | পুলিশ সুপারের নিরাপত্তারক্ষীর নেতৃত্বে হামলা, অভিযোগ তৃণমূলের
সিপিএমের আরও দাবি, এই এলাকায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। তাই ভয় পেয়ে এই সব কাণ্ডকীর্তি করে বেড়াচ্ছে।
যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত রকম অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, ওই বুথে সিপিএমের প্রার্থীরা নিজেদের মধ্যেই ঝুট ঝামেলা করে বেড়াচ্ছ। তাঁদের কোনও কাজ নেই। তাই তাদের ঝামেলা, তৃণমূলের উপর চাপিয়ে দিচ্ছে।