হাওড়া: পুজোর আগেই করোনার তৃতীয় ঢেউ রুখতে এবার সুপার স্প্রেডারদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল হাওড়া পৌরসভা। পুজো কমিটির উদ্যোক্তা, ক্লাব সদস্যদেরও দেওয়া হবে ভ্যাকসিন। শুক্রবার সকাল থেকে পুজো কমিটি পিছু ৫০ জন করে এই ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হল।
আরও পড়ুন: মৃত্যুর দিন গুনছে শতাব্দী প্রাচীন তালগাছ
সামনেই, বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। এই পুজোর আয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন পুজোর উদ্যোক্তা, ডেকরেটার্স, মৃৎশিল্পী, ইলেকট্রিশিয়ান, ক্যাটারার্স প্রভৃতি বিভিন্ন পেশার লোকেরা। এদের সকলের জন্য এবার ভ্যাকসিনের ব্যবস্থা করল হাওড়া পৌরনিগম। করোনার তৃতীয় ঢেউ রুখতে এদেরকে সুপার স্প্রেডার হিসেবে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করল পৌরসভার স্বাস্থ্য দফতর। শুক্রবার সকালে হাওড়ার শরৎ সদনে পুজো কমিটির সদস্যদের জন্য এই বিশেষ ক্যাম্পের সূচনা করেন মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন পৌরসভার কমিশনার ধবল জৈন, পৌর প্রশাসকমন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাইচন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুন:হোটেল ও রেস্তোরাঁর কর্মীদের জন্য প্রিভিলেজ হেলথ কার্ড
পৌরনিগমের তরফে জানানো হয়েছে, হাওড়া শহরের প্রায় ১,০৪৫টি নথিভুক্ত পুজো কমিটির সদস্যদের ক্লাব প্রতি ৫০ জন করে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এদিনই নবান্ন সংলগ্ন অন্য একটি ক্যাম্প থেকে ডেকরেটার্স এবং ক্যাটারার্সদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর মৃৎশিল্পী, ইলেকট্রিশিয়ানদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াও দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছে পৌরনিগম।