বাঁকুড়া: বাঁকুড়া জেলার একমাত্র কোভিড হাসপাতাল ছিল ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল। শুধু বাঁকুড়া নয় পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান জেলার নির্ভরযোগ্য ছিল এই হাসপাতাল। আপাতত এই কোভিড হাসপাতালে কোভিড রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হচ্ছে জেলা স্বাস্থ্য ও জেলা প্রশাসনের নির্দেশে। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২০ ডিসেম্বর থেকে করোনা রোগী ভর্তি বন্ধ হচ্ছে এই হাসপাতালে। বলা যেতে পারে জেলার একমাত্র কোভিড হাসপাতালটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
এই হাসপাতালটিকে আগের মতো সাধারণ হাসপাতালে ফিরিয়ে নিয়ে এসে সাধারণ বিভিন্ন বিভাগের ইনডোর-আউটডোর পরিষেবা চালু হচ্ছে। করোনার বাড়বাড়ন্তে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালটিকে পরিবর্তন করা হয়েছিল কোভিড হাসপাতালে। ১ এপ্রিল ২০২০ থেকে পুরো হাসপাতালে শুরু হয়ে যায় কোভিড রোগী ভর্তির জন্য প্রস্তুতি। পরিকাঠামো সাজিয়ে তৈরি হয়ে যায় সিসিইউ সহ ২৫০-এর বেশি কোভিড বেড। মে ২০২০ থেকে শুরু হয়ে যায় কোভিড রোগী ভর্তি।
শুধু, বাঁকুড়া নয়- আশেপাশের জেলাগুলি থেকেও কোভিড পজিটিভ রোগী ভর্তি শুরু হয় এই হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই হাসপাতালে দীর্ঘ করোনা পিরিয়ডে ৫ হাজারের বেশি করোনা রোগীর চিকিৎসা হয়েছে। মারা গিয়েছেন সাড়ে তিনশোর বশি রোগী। ধীরে ধীরে নিউ নর্মালে করোনা রোগী ভর্তির চাপ কমে আসে এই হাসপাতালে। অক্টোবর মাস থেকেই এই হাসপাতালে রোগী ভর্তি একেবারে কমে আসে। নভেম্বরে আরও কমে, ডিসেম্বরে শূন্য হয়ে যায়।
আরও পড়ুন- দুয়ারে সরকারের পর উত্তর দিনাজপুরে শুরু দুয়ারে ভ্যাকসিন
কোভিড রোগীর চাপ নেই। তাই এতো বড় মাপের একটা পরিকাঠামোকে শুধু কোভিডের জন্য না রেখে সাধারন চিকিৎসার ইনডোর ও আউটডোর বিভাগ চালু করতে চলেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, যেহেতু কোভিড রোগীর চাপ নেই, তাই হাসপাতালে আগের মতো সাধারণ বিভাগ চালু করার কথা বলা হয়েছে। নির্দেশিকায় এটাও বলা আছে, আগামী দিনে কোভিড পরিস্থিতি জটিল হলে রোগীর চাপ বাড়লে, ৩ দিনের মধ্যে এই হাসপাতাল ফের কোভিড হাসপাতালে পরিণত হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নির্দেশিকা আসার পর থেকে শুরু হয়েছে সাধারণ রোগী ভর্তির প্রস্তুতি। এই হাসপাতালে পুনরায় সাধারন বিভিন্ন চিকিৎসা শুরু হতে চলায় খুশি এলাকার মানুষ।