করোনার ভয়ঙ্কর দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার আগেই, আসতে চলেছে এই মারণ ব্যাধির তৃতীয় ঢেউ। তবে করোনার সংক্রমণ একটু কমতেই রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষ। অনেকেই আর মাস্ক পরতে রাজী নন। চিকিৎসকরা বারবার সতর্ক করলেও বিশেষ কানে তুলছেন না মানুষ। তাই এবার একটু অন্যরকমভাবে মানুষকে সচেতন করতে পথে নামল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। গানের মাধ্যমে সচেতনতামূলক প্রচারে নামল তাঁরা।
সোমবার দিনভর ধূপগুড়ি শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় গানের মাধ্যমে মানুষকে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার করা হল।
গ্রিন জলপাইগুড়ি, ধূপগুড়ি থানা ও ধূপগুড়ি কোভিড ভলেন্টিয়ার্সদের যৌথ উদ্যোগে, শহর জুড়ে এই প্রচার চালানো হয়। করোনার গ্রাফ এখন কিছুটা নিম্নমুখী হলেও, এর থেকে পুরোপুরি মুক্ত হয়নি মানুষ। অনেকে মনে করতে শুরু করেছেন যে করোনা চলে গেছে। তাই তাঁদের মধ্যে ঢিলেঢালা মনোভাব দেখা যাচ্ছে। যার অনেক বড় মূল্য দিতে হতে পারে মানুষকে। তাই সাধারণ মানুষকে এই সমস্ত বিষয়ে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করা হল।
ধুপগুড়ি থানা ও স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে শহর জুড়ে। এদিন সচেতনতামূলক প্রচারে উপস্থিত ছিলেন ধূপগুড়ি ভলান্টিয়ারের সদস্য দেবদুলাল ঘোষ, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, গ্রিন জলপাইগুড়ির সহসভাপতি অঙ্কুর দাস সহ অন্যান্য সদস্যরা।