ধূপগুড়ি: পোশাক নিয়ে বিতর্কে শিরোনামে উঠে এল ধূপগুড়ি গার্লস হাই স্কুলের নাম (Dhupguri)। স্কুলে বেশ কয়েকজন ছাত্রী (School student) হিজাব পরে আসায় কটূক্তির অভিযোগ ওঠে শিক্ষিকার বিরুদ্ধে (Teacher)। ঘটনা ঘিরে রীতিমতো অসন্তোষ তৈরি হয় অভিভাবক মহলে।
জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও স্কুলে এসেছিলেন ছাত্রীরা। অভিভাবকদের অভিযোগ, তাদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রী হিজাব পরে আসায় শিক্ষিকারা কটূক্তি করেন। বাড়ি ফেরা মাত্রই ছাত্রীরা সেই কথা অভিভাবকদের জানায়। তার পরই বৃহস্পতিবার এই নিয়ে বৈঠক হয় ধূপগুড়ি গার্লস হাই স্কুলে। বৈঠকে অভিভাবক শিক্ষিকারা ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি। বৈঠক শেষে স্কুলের তরফে জানানো হয়েছে এরকম কোনও কথা হয়নি। ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা ঘটেছে। পরবর্তীতে ম্যানেজমেন্ট কমিটি অভিভাবকদের সঙ্গে বসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে।
স্কুলে আসা এক অভিভাবক জানান, হিজাব পরে স্কুলে যাওয়ায় তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে ছাত্রীদের।ধর্ম নিয়ে কথা বলায় দুঃখ পেয়েছে ছাত্রীরা। স্কুল ড্রেসের সঙ্গে ম্যাচ করেই হিজাব পরে এসেছিল ছাত্রীরা। তাই নিয়ে আপত্তি জানান শিক্ষিকারা। কেন হিজাব পরছে, ওঠে সেই প্রশ্নও।
আরও পড়ুন : প্রেমিকের বাড়িতে গিয়ে অপমানিত হয়ে আত্মঘাতী কিশোরী
অভিভাবকদের অভিযোগ ছিল স্কুল পোশাক নিয়ে ফতোয়া জারি করেছে। সেই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানায়, কোনও ফতোয়া জারি হয়নি। ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা অভিভাবকদের সঙ্গে বসে কথা বলেই মিটিয়ে ফেলা হয়েছে। শিক্ষিকারা অভিভাবকদের থেকে ক্ষমাও চেয়েছেন।