ভাতার: পূর্ব বর্ধমান জেলার ভাতারের (Bhatar) এরুয়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবপুর গ্রামে পুকুরের জল নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ (Collision at West Burdwan) বাধে (West Burdwan Bhatar Collision) ৷ এই ঘটনায় আহত হয়েছেন ছয় জন। লিখিত অভিযোগ জানানো হয়েছে ভাতার থানায়। এলাকায় চরম উত্তেজনা রয়েছে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ভাতারের দেবপুরে কৃষ্ণ বাগদির একটি পুকুর রয়েছে৷ সেই পুকুরে তিনি মাছ চাষ করেছেন। ওই গ্রামের হারা বাগদি তাঁর জমিতে জল দেবেন বলে পুকুর থেকে জল নিচ্ছিলেন। পুকুরে মাছ চাষ করার জন্য সেই জল দেবে না বলে জানান কৃষ্ণ বাগদি। এরপর হারা বাগদির সঙ্গে কৃষ্ণ বাগদির সঙ্গীদের হাতাহাতি বাধে। যার জেরে কমপক্ষে ৬ জন গুরুতর আহত হন। তাঁরাই লিখিত অভিযোগ দায়ের করেন ভাতার থানায়। এ ঘটনাকে কেন্দ্র করে দেবপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, অভিযোগ হয়েছে৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।