বসিরহাট: এবার রুপশ্রী, কন্যাশ্রী, ট্যাব পাইয়ে দেওয়ার নাম করে ওঠে প্রতারণার অভিযোগ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ হাই স্কুলের ঘটনা। যেখানে ট্যাব পাইয়ে দেওয়ার নাম করে ১৫ থেকে ২০ জন পড়ুয়ার থেকে ৫০০ থেকে শুরু করে ২ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে। ওই স্কুলেরই ক্লার্ক ভবেশ মন্ডল এবং কম্পিউটার প্রশিক্ষক রামকৃষ্ণ মণ্ডল এই পুরও ঘটনাটি ঘটিয়েছেন বলেই জানা গিয়েছে। ঘটনাটি জানাজানি হতেই অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন।
ভবেশ এবং রামকৃষ্ণ পড়ুয়াদের ট্যাব দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলে। কারোর থেকে ৫০০ কারোর থেকে ১০০০ আবার কারোর থেকে যে ২০০০। বেআইনি ভাবে সেই টাকা তোলার বিষয়টি পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষকে জানালে অভিযুক্তেরা ফের বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের টাকা ফেরত দিতে চায়। সেই টাকা ফেরত দেওয়ারই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন)। ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, তিনি এই নিয়ে কিছু জানতেন না।
আরও পড়ুন: সেনা মৃত্যু নিয়ে শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর
সরকারি প্রকল্পের জন্য কেন পড়ুয়াদের থেকে টাকা নেওয়া হবে? সেই সওয়াল নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখতে শুরু করে ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। এরপর ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে যোগেশগঞ্জ হাই স্কুলের পরিচলন সমিতি থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ।