দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা আদালতে বেশ কিছুদিন ধরে এসইজেএমের এজলাস বয়কট করেছেন আইনজীবীরা। এই রকম খবর সম্প্রচারে সাংবাদিক বৈঠকে পরিষ্কারভাবে তৃণমূল আইনজীবী সেলের তরফে জানানো হয়, এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এমন কোনও ঘটনা ঘটেনি এখানে।
দুর্গাপুরের মহকুমা আদালতের এক মুহুরীর রাজনৈতিক ঘটনায় জড়িয়ে যাওয়ার কেসে বেল চাওয়ার ঘটনায় বেশ কিছু দিন ধরেই জলঘোলা চলছিল। দুর্গাপুর মহকুমা আদালতে সাংবাদিক বৈঠকে তৃণমূল আইনজীবীর সেলের তরফে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ এটা করার চেষ্টা করছে। আইনজীবীরা কোনও এজলাস বয়কট করেননি।
প্রসঙ্গত, গত ১১ জুলাই ভোট গণনার দিন বুদবুদে কংগ্রেস কর্মীদের উপর মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বুদবুদ থানার পুলিশ সেই দিনেই তৃণমূলের পঞ্চায়েত জয়ী প্রার্থীর স্বামী দুর্গাপুর মহকুমা মৌরি রতন মন্ডল সহ ১১ জনকে পুলিশ গ্রেফতার করে। ১২ জুলাই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতের বিচারক ওই ১১ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তারই প্রতিবাদে দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনে সিজিএম এজলাসের আইনজীবীরা কাজ বন্ধ রাখে বলে অভিযোগ ওঠে। বুধবার দুপুরে দুর্গাপুর মহকুমার নতুন আদালতে উকিলদের সঙ্গে সমস্যা সমাধানের বিচারকদের একটি বৈঠক হয়।