আলিপুরদুয়ার : সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দিনদুপুরে আবারও ছাত্রী আক্রান্তের ঘটনা ফালাকাটায়। এবারে প্রকাশ্যে ব্লেড চালানোর মত নৃশংস ঘটনার সাক্ষী থাকল আলিপুরদুয়ার। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার আলিপুরদুয়ারের ফালাকাটা কলেজে ঢোকার সময় এক ছাত্রীকে প্রকাশ্যে ব্লেড চালিয়ে খুনের চেষ্টা করে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমে প্রত্যাখান হওয়ার কারণে আক্রোশের বশে ওই ছাত্রীকে খুনের চেষ্টা করেছিল ওই যুবক। আক্রান্ত ছাত্রী ও এক প্রত্যক্ষদর্শী বান্ধবিকে জেরা করে যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
গত বুধবারেও খানিক একই রকম ঘটনা ঘটে ফালাকাটায়। প্রকাশ্যে নৃশংসভাবে খুন হয়েছিল দশম শ্রেণির এক ছাত্রী। এক্ষেত্রে অভিযোগ ছিল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, সকালে ছাত্রীটি স্কুলে যাওয়ার জন্য বেরনোর সময়ই তাকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে প্রতিবেশি যুবক। ধারালো অস্ত্রের এক কোপেই আলাদা হয়ে যায় মাথা।
আরও পড়ুন – দিদার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে সব শেষ হয়ে গেল, মাকে হারিয়ে শোকাতুর মেয়ে
আক্রান্ত ছাত্রী
ঘটনা চাউর হতেই উত্তেজনা তৈরি হয় গ্রাম জুড়ে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুরও চালায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফালাকাটা থানার আইসি। ঠিক কী কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশি যুবক স্বপন বিশ্বাসকে। সঙ্গে আটক করা হয়েছে অভিযুক্তের পরিবারের ছয় সদস্যকেও।