মালদহ : হরিশ্চন্দ্রপুর থানা কাতলামারী এলাকায় তৃণমূল- বিজেপি দুই গোষ্ঠীর সংঘর্ষ। এই ঘটনায় গুলিবিদ্ধ ২ জন। জানা গিয়েছে, দুই বিঘা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাধে।
বিগত কয়েক বছর ধরে কাতলামারী গ্রামের বাসির সেখ এবং উনসা হকের মধ্যে দুই বিঘা জমি নিয়ে বিবাদ চলছে। বাসির সেখের পরিবার তৃণমূলের সমর্থক। অপর দিকে উনসা হকের দুই ছেলে বিজেপির নেতা। এদের মধ্যে উনসা হকের এক ছেলে বিজেপির কালতামারী বুথের সভাপতি । গত বিধানসভা ভোটে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন ঐ বুথে।
সোমবার দুই বিঘা জমি নিয়ে এই দুই পরিবারের মধ্যে গোলমাল শুরু হয়। অভিযোগ, সেখান থেকে চলে গুলি। ঘটনায় বাসির সেখের দুই ছেলে রফিকুল এবং সফিকুল গুলিবিদ্ধ হয়। রফিকুলের পেটে গুলি লাগে। এবং সফিকুলের পিঠে গুলি লাগে।পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুন – বনগাঁয় বিজেপি ও কংগ্রেসে ফের ভাঙন, ৩০০’র বেশি কর্মী যোগ দিলেন তৃণমূলে
আহত দুই জনকে উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চাঁচল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রফিকুলের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পরেই পলাতক উনসা হকের দুই ছেলে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।