বালুরঘাট: বালুরঘাটে (Balurghat) তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল সভাকে ঘিরে শনিবার তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতির ৷ টিএমসিপি-র (TMCP) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তৃতা চলাকালীন ছাত্রীদের লক্ষ্য করে কটুক্তি করা হয় বলে অভিযোগ ৷ এতে ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ যা সংঘর্ষের চেহারা নেয় বলে অভিযোগ ৷ যদিও এই ঘটনায় টিএমসিপির দুই গোষ্ঠী মধ্যে কোন্দলের ছায়া দেখতে পেয়েছে প্রতক্ষ্যদর্শীরা ৷ কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে টিএমসিপি ৷ তাদের দাবি, বহিরাগতরা এসে এখানে ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল ৷ বিজেপিরও হাত থাকতে পারে৷
করোনা পরিস্থিতির কারণে গতবারের মত এবছরও রাজ্য জুড়ে ভার্চুয়ালি প্রতিষ্ঠা দিবস পালনের আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতাদের বার্তা ছাত্রদের কাছে পৌঁছে দিতে কলেজে কলেজে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছিল ৷ এদিন দুপুর আড়াইটের পর ভার্চুয়ালি ভাষণ দিতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঠিক তখনই গোলমাল বাঁধে বালুরঘাটে৷ অভিযোগ, সভায় উপস্থিত ছাত্রীদের কটুক্তি করা হয়৷ বেঁধে যায় সংঘর্ষ৷ অভিযোগ, মারামারিতে দুই কর্মীর মাথা ফেটে যায়৷ প্রতক্ষ্যদর্শীদের দাবি, তৃণমূল ছাত্রদের দুই গোষ্ঠীই সংঘর্ষে জড়িয়ে পড়েছিল৷
আরও পড়ুন: ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ভার্চুয়াল সভা চলাকালীন বিশৃঙ্খলা
আরও পড়ুন: ইডি একটা কাগজ পাঠালে আমি বস্তা ভরে কাগজ পাঠাব, হুঁশিয়ারি মমতার
যদিও তৃণমূল ছাত্র পরিষদের তরফে মারামারি ও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করা হয়েছে৷ জানানো হয়েছে, বহিরাগত কিছু যুবক এসে এখানে গোলমাল পাকানোর চেষ্টা করছিল৷ সভা চলাকালীন ছাত্রীদের কটুক্তি করছিল৷ ছাত্রীরা প্রতিবাদ করেন৷ তবে কাউকে মারধর করা হয়নি৷ কেউ আহত হননি৷ গোষ্ঠীদ্বন্দ্বের খবরও ভুল৷ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরীশ সরকার এই ঘটনার পিছনে বিজেপির হাত থাকতে পারে বলে জানান৷