কৃষ্ণনগর: শবদাহ নিয়ে বচসার জেরে মৃত্যু হল এক যুবকের। নদিয়ার শান্তিপুরের ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের গবারচর এলাকার কয়েকজন বাসিন্দা এলাকারই এক মহিলার মৃতদেহ সৎকারের জন্য বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ শ্মশানে যায়। কিছুক্ষণের মধ্যে শান্তিপুরেরই পাঁচপোতা এলাকার কিছু বাসিন্দা আরেকটি মৃতদেহ নিয়ে শ্মশানে পৌঁছয়।
আরও পড়ুন: দশ দিন ‘আটক’ বউয়ের সন্দেহেই পর্দা ফাঁস, জানা গেল ১৬ দিনের মেয়েকে খুন করেছে বাবা-ই
প্রথম দলের সৎকারের কাজ শেষ হওয়ার পর অস্থিভষ্ম গঙ্গায় ফেলে দেওয়া হয়। সেই সময় আচমকা বচসা বেধে যায়। অভিযোগ, বাপ্পা বিশ্বাস নামে এক যুবকের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
অপারেশন টেবিলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শ্মশান ঘাটের সিসিটিভি ফুটেজ অনুযায়ী তদন্ত করে দোষীদের শাস্তির দাবি চেয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।
আরও পড়ুন: ম্যনেজার খুনে যাবজ্জীবন কারাদণ্ড রাম রহিম সিং সহ চারজনের