পুরুলিয়া: ভ্যাকসিন নিতে ভোররাত থেকে লাইন দিয়েছিলেন সাধারণ মানুষ৷ কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও খোলেনি ভ্যাকসিন সেন্টারের তালা৷ এদিকে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ধৈর্য হারান টিকা নিতে আসা মানুষ৷ প্রশাসনের অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা৷ এর জেরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেন্টারের বাইরে৷
আরও পড়ুন: ইন্ডিয়া বুক অব রেকর্ডসে প্রথম সোনারপুরের মেয়ে শুভ্রা
শুক্রবার দুপুরে পুরুলিয়া শহরের হাডকো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা৷ আজ থেকে জেলার তিনটি পুরসভা এলাকায় ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ তাই ভোর থেকে শহরের টিকাকরণ কেন্দ্রগুলির বাইরে মানুষের লম্বা লাইন চোখে পড়ে৷ সময় যত গড়াতে থাকে ততই ভিড় বাড়তে থাকে৷ ভিড়ের জেরে শিকেয় ওঠে দুরত্ববিধি৷ অভিযোগ, কোনও রকম স্বাস্থ্যবিধি না মেনেই লাইনে দাঁড়ান সাধারণ মানুষ৷
আরও পড়ুন: স্নাতকোত্তরের পঠন-পাঠন চালু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে
এদিকে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও সেন্টারের তালা না খোলায় উত্তেজনার পারদ চড়তে থাকে৷ তার উপর ভিড় ও প্যাচপ্যাচে গরমে ধৈর্য হারান টিকা নিতে আসা মানুষ৷ শুরু হয় বিশৃঙ্খল পরিস্থিতির৷ অভিযোগ, পুলিশ বা স্বাস্থ্য দফতরের তরফে ভিড় নিয়ন্ত্রণে কোনও উদ্যোগই নেয়নি৷ ভিড় নিয়ন্ত্রণ করতে না পারায় দুপুর ১২টা পর্যন্ত খোলা যায়নি ভ্যাকসিন সেন্টারের তালা৷ ফলে টিকা নিতে এসে হয়রানির স্বীকার হন তাঁরা৷
আরও পড়ুন: নীল কেরোসিনে কেমিক্যাল মিশিয়ে বিক্রি, ধৃত এক
ভ্যাকসিনের জন্য সাধারণ মানুষের হয়রানি অব্যাহত৷ গত বৃহস্পতিবার ধূপগুড়িতে টিকার দ্বিতীয় ডোজ না মেলায় জাতীয় সড়ক অবরোধ করেন সাধারণ মানুষ৷ তাঁরা জানান, প্রতি বৃহস্পতিবার ধূপগুড়ি হাসপাতালে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়৷ কিন্তু এদিন ভ্যাকসিন না মেলায় সাধারণ মানুষ হাসপাতালের সামনে ধূপগুড়ি- ফালাকাটা ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান৷ পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।