২১ জুন, সোমবার আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন স্থানে এই দিনটি পালন করা হচ্ছে। একই চিত্র দেখা গেল সিউড়িতে।
আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হল বীরভূম সিউড়িতে অবস্থিত সেন্ট অ্যান্ড্রুজ স্কুলে। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিবস পালন করা হয়। বর্তমান অতি মাড়ির সময়ে বন্ধ স্কুল, বন্ধ পঠন-পাঠন। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষও বর্তমান সময়ে মানসিকভাবে বিপর্যস্ত। আর এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তির অন্যতম উপায় হল যোগাভ্যাস। তাই সাধারণ মানুষকে সচেতন করতে আজকের দিনটিকে বেছে নিলেন সেন্ট অ্যান্ড্রুজ স্কুল কর্তৃপক্ষ। স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও। শরীর ও মন ভাল রাখতে যোগাসন যে কতটা জরুরি তা উপলব্ধি করেই সেন্ট অ্যান্ড্রুজের এই প্রয়াস। তবে করোনা আবহে স্কুল প্রাঙ্গনে যোগাসনের আয়োজন সম্ভব না হলেও ভার্চুয়াল মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে।