বোলপুর: সিবিআইয়ের নজরে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ধৃত সায়গল হোসেনের ৫০ লক্ষের ফ্ল্যাট। আজ, সকাল থেকে সায়গলের বোলপুরের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ফ্ল্যাটের বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা৷ ফ্ল্যাট থেকে উদ্ধার বেশকিছু নথি৷ ব্যাঙ্কের দুই আধিকারিককে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই৷
দীর্ঘ জেরার পর ৯ জুন গোরু পাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। জেরার পর সায়গলের ডোমকল ও নিউটাউনের বাড়িতে হানা দেয় সিবিআই। মেলে একাধিক নথি, সোনার গয়না। অনুব্রতর দেহরক্ষীর সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ সিবিআই অফিসারদের৷
এই কমপ্লেক্সেই রয়েছে সায়গলের ৫০ লক্ষের ফ্ল্যাট
এবার বোলপুরের বাইপাসের ধারে সায়গল হোসেনের ফ্ল্যাটে হানা দিল ৫ সদস্যের সিবিআইয়ের প্রতিনিধি দল। ধৃত সায়গল হোসেন ৮ দিনের জন্য সিবিআই হেফাজতে রয়েছেন। আগামী ১৭ জুন তাঁকে আবার আদালতে পেশ করা হবে। ২০১৩ সাল থেকেই সায়গল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর দেহরক্ষী হিসেবে কাজ করছেন।
আরও পড়ুন: SSC: শান্তি বজায় রেখে এসএসসির বঞ্চিত চাকরিপ্রার্থীদের বিক্ষোভের অনুমতি হাইকোর্টের